জোড় কলম
- Published Date
- Written by Super Admin
- Hits: 20981
জোড় কলমের জন্য এক বছর বয়সের চারাগাছ সর্বোত্তম। এসকল চারাগাছকে কলম করার সময় আদিজোড় বা রুটস্টক হিসেবে ব্যবহার করা হয়। মাতৃগাছ থেকে নির্বাচন করা সায়ন সেক্ষেত্রে হবে উপজোড়।
জোড় কলমের জন্য এক বছর বয়সের চারাগাছ সর্বোত্তম। এসকল চারাগাছকে কলম করার সময় আদিজোড় বা রুটস্টক হিসেবে ব্যবহার করা হয়। মাতৃগাছ থেকে নির্বাচন করা সায়ন সেক্ষেত্রে হবে উপজোড়।
চারাগুলোর বীজতলায় জন্মানো হলে সেগুলোকে মাটির ছোট ছোট টবে রোপণ করতে হবে। কারণ হচ্ছে এই পদ্ধতিতে চারাগুলিকে মাটির টবে নিয়ে গাছে ঝুলিয়ে নির্বাচিত প্রান্ত শাখা বা সায়নের সাথে কলম বেঁধে দিতে হবে। চারাগুলো মাটির টবে উঠানোর পর যত্নকরে বাঁচিয়ে রাখতে হয়। এরপর উপযুক্ত বিবেচনা করে জোড় কলমের জন্য নির্বাচিত করা উচিত।
বীজতলা থেকে চারাগাছগুলোকে মাটি টবে তোলার আসল সময় হচ্ছে, যখন মৌসুমি বৃষ্টিপাতের শুরু। এ সময় চারাগুলোকে ‘খাসি’ করে নিতে হয়। খাসি করার পদ্ধতি হচ্ছে, চারাগাছ থেকে চার আঙ্গুল দুরে অনুমান ৩ ইঞ্চি গভীর করে গর্ত করতে হবে। গর্তের শেষ প্রান্ত থেকে তেরচা করে নিড়ানি বা ধারালো শাবল দিযে গাছের মূল শিকড়টি কেটে ফেলতে হবে। মুল শিকড়টি সঠিকভাবে কাটা হয়েছে কিনা এটি আঙ্গুল দিয়ে পরখ করতে হবে। মূল শিকড়টি সঠিকভাবে কাটা হয়ে গেলে গর্তটি মাটি দিয়ে ভরাট করে, পায়ের গোড়ালি দিয়ে শক্ত করে চাপ দিতে হবে। চারাটি যেন মরে না যায় সেজন্য প্রয়োজনমতো পানি সেচ দিতে হবে। ‘খাসি’ করার ২ থেকে ৩ সপ্তাহ পর চারাগুলোর চারিধারে শাবল দিয়ে খুড়ে ২০-২৫ সে.মি. উঁচু ‘বল’সহ ১২-২৫ সে.মি. ব্যাসের ৩০ সে.মি. উঁচু ‘বল’ মাটির টবে বসাতে হবে। বলটি যাতে টবে শক্তভাবে থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। চারাসহ টবগুলো গর্ত করে ছায়াযুক্ত স্থানে পাশাপাশি রেখে সেচের ব্যবস্থা করতে হবে। সার ও পানি সেচ দিয়ে চারাগুলোকে তাজা রাখতে হবে। খাসি করার ৩০ দিন পর টবের চারাগুলো জোড় কলম করার উপযুক্ত হয়। পাটের সুতা বা নারিকেলের রশি দিয়ে শিকা তৈরি করে এ মধ্যে টবসহ চারা মা গাছের নির্বাচিত শাখায় বেঁধে ঝুলিযে রাখতে হবে। চারাগাছের গোড়া থেকে ২০-২৫ সে.মি. উঁচুতে দুই ইঞ্চি লম্বা করে চারার বাকল ও হাড়ের (কাঠের) সামান্য অংশ ধারালো চাকু দ্বারা চেঁছে ফেলতে হয়। চারার সমপরিমাণ মোটা একটি প্রান্ত শাখা সায়ন হিসেবে নির্বাচিত করে এর শীর্ষ থেকে ৩০-৪৫ সে.মি. নীচে ৫ সে.মি. পরিমাণ আদিজোড় যেভাবে কাটা হয়েছিল একইভাবে কাটতে হবে। কাটার আগে চারার ও ডালের ভাঁজ পরখ করে দেখতে হবে যেন কাটা স্থান দুটি পরস্পর চেপে ধরলে এক জায়গায় মিলে যায়। এরপর চারার কাটা অংশ এবং সায়নের কাটা অংশের সাথে চেপে ধরে উপরে, নিচে এবং মাঝখানে সুতলি দিযে শক্ত করে বেঁধে দিতে হবে। বাঁধার পর দুই কাটা অংশের ভিতর দিয়ে যাতে আলো-বাতাস চলাচল না করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। টবে মাঝে-মধ্যে পানি দিতে হবে। এভাবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দুটি ডাল এক হয়ে মিশে না নামিয়ে প্রথমবার সায়নের জোড়া থেকে নিচে এক-তৃতীয়াংশ কেটে তার সাত দিন পর সম্পূর্ণটা কেটে কলমটি টবসহ নামিয়ে ফেলতে হবে। এই কলামের চারাগুলো পাশাপাশি সাজিয়ে বসাতে হবে। গর্তের মধ্যে শক্ত করে চারাসহ টবগুলো বসিয়ে কান্দা পর্যন্ত মাটি দিতে হবে। এরপর নিয়মিত সেচ এবং আগাছা মুক্ত রাখতে হবে। পরের বছর যখন প্রথম মৌসুমী বৃষ্টিপাত শুরু হবে, তখন কলমগুলো নির্দিষ্ট স্থানে রোপণ করা যাবে। জোড় কলম পদ্ধতিটি সাবেক আমলের। এটি অত্যন্ত শ্রম ও ব্যয় সাপেক্ষ, সময়ও নেয় বেশ। এর চেয়ে আরও সহজ পদ্ধতি রয়েছে।
Comments
- No comments found
ফজলি আপডেট
- অনলাইন আম সেলারদের তালিকাঃ
- আমের জন্য ই-কমার্স ব্যবসা: কিভাবে করবেন বিস্তারিত জনুন
- আমের ই-কমার্স ব্যবসা কি ভাবে শুরু করা যায়? | আমের ই-কমার্স ব্যবসা শুরুর গাইডলাইন
- চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম
- ই-ক্যাব ফেক ক্রেতার একটা লিস্ট তৈরি করতে পারে
- Bangladesh Rapid eTrade Readiness Assessment
- একটি সফল ই কমার্স ওয়েবসাইট এর হোমপেজ
- একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- কিভাবে ফেসবুক পেজ বিজনেসের জন্য ব্যাবহার করবেন
- ই-ব্যবসার পাইকার জিলিঙ্গো আসছে সর্বোচ্চ বিনিয়োগ নিয়ে
- মার্কেটিং নয় যেন টাকা ছাপানোর লাইসেন্স হাতে পাওয়া
- ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?
- আমি আধা পাকা কলা দেয়ার কথা উল্লেখ করে দিলেও তারা পাকা গলা কলা নিয়ে আসে
- স্যামসাং অফিসিয়াল কেউ কি আছেন, কিছু কি করবেন?
- ৩১ মার্চ পর্যন্ত ৪৮১০০ টাকা ছিল সেটি এখন ৬% মূল্যছাড়ে ৫৩০০০ টাকা
- ড্রপশিপিং কোম্পানীগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেন্ডর ম্যানেজমেন্ট
- ২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার ম্যাজিক

Leave your comments