সংগ্রহোত্তর পর্যায়ে ক্ষতি
- Published Date
- Written by Super Admin
- Hits: 7927
ক) আম সংগ্রহের পরেও শ্বসন, প্রস্বেদন ইত্যাদি জৈবিক প্রক্রিয়া চলতে থাকে যে কারণে পারিপার্শ্বিক অবহাওয়ায় আম দারুণভাবে প্রভাবিত হয়। জৈবিক প্রক্রিয়ায় বিঘœ ঘটলে আম দ্রুত নষ্ট হয়ে যায়।
ক) আম সংগ্রহের পরেও শ্বসন, প্রস্বেদন ইত্যাদি জৈবিক প্রক্রিয়া চলতে থাকে যে কারণে পারিপার্শ্বিক অবহাওয়ায় আম দারুণভাবে প্রভাবিত হয়। জৈবিক প্রক্রিয়ায় বিঘœ ঘটলে আম দ্রুত নষ্ট হয়ে যায়।
খ) আম সংগ্রহের সময় এর গায়ে বিভিন্নভাবে আঘাত লাগে। এটি অসতকর্তা এবং অব্যবস্থাপনার কারণে ঘটে থাকে, আম উৎপাদনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ফল সংগ্রহ, প্যাকিং, পরিবহণ, গুদামজাতকরণ, ভক্ষণ ইত্যাদি বিষয়ে ব্যবস্থাপনা এবং সচেতনতা এদেশে এখন অবধি ভালভাবে গড়ে ওঠেনি।
গ) আমাদের দেশে গ্রীষ্ম এবং বর্ষকাল হচ্ছে আমের মৌসুম। এ সময় উচ্চ তাপমাত্রা এবং অধিক আপেক্ষিক আর্দ্র পরিবেশ বিরাজ করে। জীবাণু এবং পোকার বংশবিস্তারে এইরূপ আবহাওযা অনুকুল, যেটি আমের জন্য অত্যন্ত বিপদজনক।
ঘ) আম সংরক্ষণের জন্য এদেশে উপযুক্ত হিমাগার বা দীর্ঘদিন সংরক্ষণ রাখার প্রযুক্তি গড়ে ওঠেনি।
ঙ) বাংলাদেশে প্যাকিং ব্যবস্থা উন্নত পর্যায়ে আসেনি। বিশেষ করে আমের জন্য উপযুক্ত প্যাকিংশিল্প গড়ে না ওঠায় পরিবহনে আঘাত পাচ্ছে এবং দ্রুত আম নষ্ট হয়ে যাচ্ছে।
চ) বিক্রয়ের সময় উন্মুক্ত অবস্থায় তাপে আম নষ্ট হচ্ছে।
ছ) ভোক্তার সংরক্ষণ পদ্ধতি, খাওয়ার পদ্ধতি এসকল কারণে আম নষ্ট হয়ে যাচ্ছে।
Comments
- No comments found
ফজলি আপডেট
- অনলাইন আম সেলারদের তালিকাঃ
- আমের জন্য ই-কমার্স ব্যবসা: কিভাবে করবেন বিস্তারিত জনুন
- আমের ই-কমার্স ব্যবসা কি ভাবে শুরু করা যায়? | আমের ই-কমার্স ব্যবসা শুরুর গাইডলাইন
- চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম
- ই-ক্যাব ফেক ক্রেতার একটা লিস্ট তৈরি করতে পারে
- Bangladesh Rapid eTrade Readiness Assessment
- একটি সফল ই কমার্স ওয়েবসাইট এর হোমপেজ
- একটি প্রতারণার এবং অন্যদের প্রতি সাবধানতা
- খুব শীঘ্রই ৬৪ জেলায় হবে ই-কমার্স ওয়্যার হাউস
- আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- কিভাবে ফেসবুক পেজ বিজনেসের জন্য ব্যাবহার করবেন
- ই-ব্যবসার পাইকার জিলিঙ্গো আসছে সর্বোচ্চ বিনিয়োগ নিয়ে
- মার্কেটিং নয় যেন টাকা ছাপানোর লাইসেন্স হাতে পাওয়া
- ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?
- আমি আধা পাকা কলা দেয়ার কথা উল্লেখ করে দিলেও তারা পাকা গলা কলা নিয়ে আসে
- স্যামসাং অফিসিয়াল কেউ কি আছেন, কিছু কি করবেন?
- ৩১ মার্চ পর্যন্ত ৪৮১০০ টাকা ছিল সেটি এখন ৬% মূল্যছাড়ে ৫৩০০০ টাকা
- ড্রপশিপিং কোম্পানীগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেন্ডর ম্যানেজমেন্ট
- ২০১৯ সালে ফেসবুক মার্কেটিং এর জন্য ৯ টি প্রয়োজনীয় পরিসংখ্যান
- লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার ম্যাজিক

Leave your comments