ঝুমকা
- Published Date
- Written by Super Admin
- Hits: 4238
মধ্য মৌসুমি জাতের আম। জুন মাসের শেষে পাকে। ছোট ছোট আম, গোলাকার। ত্বক মসৃণ, পাকলে হলুদ সবুজে মেশানো রং। খোসা পাতলা, শাঁস কমলা, রসাল, সুগন্ধযুক্ত এবং মিষ্টি।
মধ্য মৌসুমি জাতের আম। জুন মাসের শেষে পাকে। ছোট ছোট আম, গোলাকার। ত্বক মসৃণ, পাকলে হলুদ সবুজে মেশানো রং। খোসা পাতলা, শাঁস কমলা, রসাল, সুগন্ধযুক্ত এবং মিষ্টি।
ফলের আঁটি ছোট, সামান্য আঁশ রয়েছে। রাজশাহী অঞ্চলের এই আমটি বাণিজ্যিকভাবে সফল নয়। গাছটির আকার মাঝারি এবং ঝাকড়া। প্রতি বছর আম থোকায় থোকায় প্রচুর পরিমাণ ধরে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকার কিছু কিছু বাগানে রয়েছে। খুব বেশি গাছ নেই। আমটির চাহিদা তেমন না থাকায় নতুন করে কেই এই জাতটি বাগানে রোপণ করছেন না। বাগানবিলাসীগণ শখ করে বৈচিত্র্য আনার জন্য বাগনে রেখেছেন।
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments