মন্ডা
- Published Date
- Written by Super Admin
- Hits: 3999
মধ্য মৌসুমি জাতের আম। জুন মাসের প্রথম সপ্তাহে পাকে। নওগা জেলার শৈলগাঠি জমিদার বাড়ির বাগান থেকে আশেপাশের এলাকায় এই জাতটি ছড়িয়ে গেছে।
মধ্য মৌসুমি জাতের আম। জুন মাসের প্রথম সপ্তাহে পাকে। নওগা জেলার শৈলগাঠি জমিদার বাড়ির বাগান থেকে আশেপাশের এলাকায় এই জাতটি ছড়িয়ে গেছে।
রাজশাহী জেলার বাগমারা থানা এলাকার অনেক গ্রামেই আমটির চাষ শুরু হয়েছে। বড় আকারের আম মন্ডা। ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম। গোলাকার, অনেকটা কিষানভোগ আমের মতো আকৃতি। পোক্ত অবস্থায় গাঢ় সবুজ।ত্বক মসৃণ হলাক , সাদা ফোটা রয়েছে। পাকার পরে হালকা হলুদ হয়ে থাকে। আমের খোসা পাতলা। খাদ্যাংশ প্রচুর। শাঁস হলকা কমলা আঁশ নেই। অত্যন্ত রসাল এবং মিষ্টি। সুগন্ধযুক্ত এবং সুস্বাদু। বোঁটা শক্ত। খোসা ছাড়িয়ে নিলে শাঁস এমনিতেই আঁটি থেকে বেরিয়ে আসে। স্থানীয় বাজারে ভীষন চাহিদা। উৎপাদন খুবই সীমিত। আমচাষীরা বেশি করে এই জাতের চারা রোপণ করেছেন। অদূরে ভবিষ্যতে আমটির বাণিজ্যিক সফলতা আসবে। নির্বাচিত হওয়া জরুরী।
Comments
- No comments found
আমের বাজার দর
ফজলি
হিমসাগর
গোপাল ভোগ
ল্যাংড়া
ক্ষিরসাপাত (জি আই পণ্য)
হাড়িভাংগা
বোগলা গুঠি
লখনা
আম্রপলি
আশ্বিনা
ফজলি কমেন্ট

Leave your comments